শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

এবার ফিলিস্তিনী নার্সকে গুলী করে হত্যা করল ইসরাইলী সেনারা 

২ জুন, আল জাজিরা : গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলীতে এক ফিলিস্তিনী নার্স নিহত হয়েছেন। আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবা দেয়ার সময় গুলী চালায় ইসরাইলি সেনারা। গত শুক্রবার গাজা উপত্যকা ও ইসরাইল সীমান্তে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় এ ঘটনা ঘটে।

ইরানি গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ফিলিস্তিনী নার্সের নাম রাজান আশরাফ আল-নাজ্জার বলে ফিলিস্তিনী হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। ২১ বছর বয়সী ওই নার্স গাজা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে আহত একজন ফিলিস্তিনীকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। গাজার সঙ্গে অধিকৃত ভূখ-ের সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনী জনতার ওপর ইসরাইলি সেনাদের গুলীবর্ষণে ওই ফিলিস্তিনী আহত হয়েছিলেন। এ সময় বর্বর ইসরাইলি সেনারা আবার নির্বিচারে গুলীবর্ষণ শুরু করলে রাজান আশরাফ গুরুতর আহত হন বলে ফিলিস্তিনী বার্তা সংস্থা আল-ইয়াওম জানিয়েছে। হাসপাতালে নেয়ার পথে ওই ফিলিস্তিনী নার্স মারা যান। শুক্রবারের বিক্ষোভে কমপক্ষে শতাধিক ফিলিস্তিনী আহত হন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ