শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২০
Online Edition

দিনাজপুরের প্রবীণ আইনজীবী খতিবুদ্দিন আহম্মাদের দাফন সম্পন্ন

দিনাজপুর অফিস: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বখতিয়ার আহমদ কচি’র পিতা প্রবীন আইনজীবী খতিবুদ্দিন আহমদ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ যোহর দিনাজপুর গড়-এ শহিদ বড় ময়দানে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেন। এর আগে দুপুর পৌনে ১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা শেষে মরহুমের ইচ্ছানুযায়ী তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সুইহারী খালপাড়াস্থ পুনর্ভবা কোল্ড স্টোরেজ সংলগ্ন মসজিদের সামনে তাঁকে দাফন করা হবে। এদিকে মরহুম খতিবুদ্দিন আহম্মাদের মৃত্যুতে প্রথা অনুযায়ী রোববার বেলা ১২টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। পরে আইনজীবীগণ মরহুমের স্মরনে শোক সভায় মিলিত হোন।
২৬ মে বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গাস্থ নিজ বাড়ীতে তিনি ইন্তিকাল করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী, বিএনপি, আওয়ামী লীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির পেশার স্তরের মানুষ তাঁকে দেখার জন্য শহরের বালুয়াডাঙ্গার বাসায় ছুটে আসেন। মরহুম খতিবুদ্দিন আহম্মাদ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ৯ বারের নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়া কয়েকবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ছিলেন। এ ছাড়া বর্তমান সরকারের নির্যাতন হামলা-মামলার একজন আইনজীবী হিসেবে তিনি বলিষ্ঠ ভুমিকা রেখেছেন। খতিবুদ্দিন আহম্মাদের মৃত্যুতে দিনাজপুরের আইনজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রবীন আইনজীবী মরহুম খতিবুদ্দিন আহম্মাদের মৃত্যুতে দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারমম্যান আলহাজ্ব এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক এডঃ মাঈনুল আলমসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে শোক বাণী দিয়েছেন দিনাজপুর জেলা (উত্তর) জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারী এডঃ মাহাবুবুর রহমান ভূট্টো, দিনাজপুর জেলা (দক্ষিণ) জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক।
উল্লেখ্য, মরহুম খতিবুদ্দিন আহম্মাদ ১৯৩৮ সালের ৩০ এপ্রিল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ