ময়মনসিংহে বিদেশি অস্ত্রসহ আটক ৫
প্রকাশিত: বুধবার ২৩ মে ২০১৮ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে যুবলীগ নেতা আজাদ শেখের অফিসের সামনে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে আকুয়া হাবুন বেপারীর মোড়স্থ ওই অফিসের সামনে থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। তিনি জানান, ওই যুবলীগ নেতার রাজনৈতিক অফিসের সামনে থেকে ৭.৬৫ বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।