তাড়াশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত: বুধবার ২৩ মে ২০১৮ | প্রিন্ট সংস্করণ
তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা: রবিবার দুপুরে ৫১ পিস ইয়াবাসহ তাড়াশ কাটাগাড়ি গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের জামাত আলীর ছেলে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরিদুল ইসলাম দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি জাহিদুলকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে।