খুলনার মুহিব্বুল্লাহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম

খুলনা অফিস : খুলনার তালীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হাফেজ মো. মুহিব্বুল্লাহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ১৫ মে ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় সে থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়েও প্রথম হয়। মুহিব্বুল্লাহ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় গ্রামের আবদুল মজিদ ও মমতাজ বেগমের পুত্র। ভবিষ্যতে সে আন্তর্জাতিক মানের একজন ক্বারী হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।