চন্দ্রঘোনায় এসএসআই ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বার্ষিক সভা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: রাঙ্গুনিয়ার চন্দ্রঘানা লিচু বাগানের এ ফাতেমা কনভেনশন হলে ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএসআই ইন্ডাষ্ট্রিজের বার্ষিক সাধারণ সভা গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়। এসএসআই ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফৌজুল আজিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নুরুল আবছার চৌধুরী, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, মাসুদ নাসির, চন্দ্রঘানা তৈয়্যবিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আ র ম মোজাম্মেল হক, চন্দ্রঘোনা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, এসএসআই ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নেজাম উদ্দিন, লিচু বাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন সওদাগর, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি সুধীর ধর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার খোদেজা আকতার ভাষা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার মোহাম্মদ সাইফুল ইসলামের মৃত্যুতে পরিবারের হাতে চেক তুলে দেন অতিথিরা।