চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আরাফাত (২১) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার মোহরা রাস্তর মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত মোহরার জেটি রোডের কালামিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, মোহরা এলাকার স্থানীয় একটি জিম থেকে ব্যায়াম করে ফেরার পথে দুর্বৃত্তরা এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন ওই যুবক। পরে খবর পেয়ে চান্দগাঁ থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।