রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

কালীগঞ্জে প্রতিবেশী ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূ খুন 

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী ভাসুরের লাঠির আঘাতে এক গৃহবধূ খুন হয়েছে। এঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নিহতের নাম পারুল বেগম (পারুল)। সে কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। 

কালীগঞ্জ থানার ওসি মো আবুবকর মিয়া নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে পারুল বেগমের সঙ্গে প্রতিবেশী বড় ভাই আহাম্মদ মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আহাম্মদ মোল্লা উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে পারুল বেগমের মাথায় সজোরে আঘাাত দেয়। এতে পারুল বেগম মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। রাতে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম হোসেন বাদী হয়ে তার প্রতিবেশী বড় ভাই আহাম্মদ মোল্লাকে (৫৫) প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এঘটনায় জড়িত খাকার অভিযোগে ব্রাহ্মনগাঁও এলাকা থেকে হীরা মোল্লা (২২) নামের এক যুবককে গ্রেফতার করে।

অনলাইন আপডেট

আর্কাইভ