পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওকে মার্কিন সিনেটের অনুমোদন
২৪ এপ্রিল, রয়টার্স : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত মাইক পম্পেওকে অনুমোদন দিয়েছে দেশটির সিনেটের একটি কমিটি। একজন রিপাবলিকান সিনেটরের বিরোধিতার মুখে পড়লেও পরবর্তীতে নিজদলের চাপে নিজের সমর্থন দেওয়ায় সোমবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কূটনীতিক হিসেবে সিনেটে অনুমোদন পান সাবেক এই সিআইএ প্রধান। মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির ১১ রিপাবলিকান সদস্যের সমর্থন এবং ৯ ডেমোক্রেটের বিরোধিতার মধ্যেই অনুমোদন পান পম্পেও। রিপাবলিকান নেতা মিচ ম্যাকোনেল জানান, এই সপ্তাহ থেকেই পম্পেওর পদ নিশ্চিত করতে সিনেটে পর্যাপ্ত ভোট পাওয়া গেছে। অর্থাৎ এই অনুমোদনের মধ্যদিয়ে শুক্রবারের ন্যাটো সম্মেলনে পম্পেওর যোগদানের বিষয়টি নিশ্চিত হলো। পম্পেও গত ১৫ মাস সিআইএ প্রধান থাকাকালে ট্রাম্পের কাছের উপদেষ্টা হয়ে ওঠেন।