রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

দৌলতপুরে শিমূল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে শিমূল গাছ থেকে পড়ে ইয়াছিন আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, বৃদ্ধ ইয়াছিন আলী তার বাড়ি আঙিনায় শিমূল গাছে উঠে শিমুলের তুলা পাড়ার সময় হঠাৎ করেই সে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন আলী একই গ্রামের মৃত খাতের আলী মালিথার ছেলে। দৌলতপুরে নানা আয়োজনে বর্ষবরণ কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করাকরা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব কর্মসূচীর মধ্যে ছিল শনিবার সকাল সাড়ে ৬টায় ইলিশ মাছ বর্জিত পান্তা উৎসব, সাড়ে ৭টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা প্রতিযোগিতা। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে দিন ব্যাপী এসব আয়োজনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন অংশ নেন। অপরদিকে বাংলা নববর্ষ উপলক্ষে দৌলতপুর কলেজ মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। এছাড়াও দৌলতপুর প্রেসক্লাব বাংলা নববর্ষ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত সুধী ও সাংবাদিকদের মাঝে দই, চিড়া, খাগড়াই ও রসগোল্লা খাবার পরিবেশন করে।

অনলাইন আপডেট

আর্কাইভ