দেয়ালের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত আহত ২
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্মাণাধীন বিল্ডিং এর দেয়াল ধ্বসে চাপা পরে ৩ জন গুরুতর আহত হয়। সম্প্রতি উপজেলার মালখানগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহেল (২৬) নামের এক শ্রমিক ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অপর ২ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত সোহেল উপজেলার মালখাগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের আমির হোসেনের বাড়ির ৪২ ফুট দীর্ঘ, ১২ পাশ এবং ১০ ফুট উচ্চতায় মাটির নিচে ট্যাংকির দেয়াল প্লাষ্টার করছিল। দেয়ালের বাহির সাইট দিয়ে মাটি ফেলায় ২ দিন আগে নির্মাণ করা দেয়াল ধ্বসে পরে। এসময় রাজমিস্ত্রি সোহেল, শাওনসহ ৩ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সোহেল মারা যায়।