জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: সোমবার ১৬ এপ্রিল ২০১৮ | প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নওয়াপাড়া গ্রাম থেকে ১হাজার পিস ইয়াবা সহ আলম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সম্প্রি ভোরে তাকে আটক করা হয়। আটককৃত আলম হোসেন পাঁচবিবি উপজেলার সোনাতলা গ্রামের আদরাজ আলীর ছেলে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মমিনুল হক জানান, উপজেলার ইছুয়া নওয়া পাড়া গ্রামে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ আলম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।