রাজনগরে বিদ্যুৎ স্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু
মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের রাজনগর জেলেপাড়া বিদ্যুৎ স্পর্শে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সম্প্রতি রাজনগর বেলেপাড়ার মুজিবরের ছেলে কামরুজ্জামান (১৫) পাশের বাড়ির শজনি গাছে ডাটা পাড়ার সময় হেসু দিয়ে শজনি গাছের ডাল কাটলে পার্শ্বে অবস্থিত বিদ্যুৎ এর মেইন লাইন তারের উপর ডাল পড়লে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশে পাশের মানুষ ছুটে এসে গাছ থেকে কামরুজ্জামানের মরাদেহ উদ্ধার করে। ছোট কামরুজ্জামানের করুণ মৃত্যুর খবরে স্কুল সহপাঠীরাসহ সর্বস্তরের মানুষের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।