জয়পুরহাটে র্যাবের অভিযানে ২ মাদক ব্যবাসায়ী গ্রেফতার
জয়পুরহাট সংবাদদাতা: সম্প্রতি র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ৫শ’ ৮৩ বোতল ফেন্ডিডিল সহ ২জন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সুত্রে জানাগেছে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন এর নেতৃত্বে পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবির ঘোড়াপা এলাকা হতে মৃত জহরলাল উরাও এর পুত্র শ্রী সুজন উরাও (৩০) ও শ্রী মঙ্গা উরাও এর পুত্র শ্রী দ্বীপেন উরাও (৪০)কে তাদের বাড়ী হইতে ৫শ ৮৩বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।