বুধবার ২২ মে ২০২৪
Online Edition

চট্টগ্রাম বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট শুরু ১৫ এপ্রিল 

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ নগরীর জামালখানস্থ দাম ফুংক্ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, মাসিক পত্রিকা দখিনা’র সম্পাদক সারওয়ার জাহান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক আলী ইকরামুল হক রমি, টুর্নামেন্টের স্পন্সর মুনসুর আলম, বাংলাদেশ বক্সিং ফেডারেশন এর নবনির্বাচিত সদস্য সুমন দে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮ আগামী ১৫ এপ্রিল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতা উপলক্ষে বিশ্ববিদ্যালয় দলসমূহ অনুশীলন শুরু করেছে। প্রতি বারের মতো এবারও প্রতিযোগিতাকে ঘিরে সবকটি বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ধারাবাহিকভাবে প্রতিযোগিতা আয়োজনের ফলে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সমূহে বছরব্যাপী ক্রিকেট  খেলা, অনুশীলন ও প্রশিক্ষণ চলমান রয়েছে। বেশ কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই খেলোয়াড় কোটায় ছাত্র ভর্তি চালু হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ