বিতর্কিত বিষয়ে সৌদি-কাতারের সাথে ট্রাম্পের ফোনালাপ

সংগ্রাম অনলাইন ডেস্ক:
পারস্য উপসাগরীয় অঞ্চলের কাতার-সৌদি আরবের মধ্যে বিদ্যমান বিতর্কিত বিষয়সহ ওই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে দেশ দু'টির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজ বলছে, উভয় দেশের আহ্বানের ভিত্তিতেই ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলের বিতর্কিত বিষয়ে গুরত্বারোপ করেছেন।
সৌদি আরবের সাথে আলোচনায় ট্রাম্প ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার বিবদমান বিষয় সমাধানের পাশাপাশি ইসলামিক স্টেটকে কিভাবে পরাজিত করা যায়, সেসব ব্যাপারে আলোচনা করেন। অপরদিকে, কাতারের আমিরের সাথে কথোপকথনে ইরানের নেয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: ইউএনবি