দাউদকান্দি চাপাতলীতে চুরির টাকা ফেরত ও বিচার প্রার্থনায় থানায় মামলা
দাউদকান্দি(কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার চাপাতলী গ্রামে চুরির টাকা ফেরত ও ন্যায়বিচার প্রার্থনা করে থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যবসায়ী রুবেল হোসেন। এজহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে আটককৃত চোর মোশারফ ও হোসেনকে তাদের আত্মীয়স্বজন অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নিয়ে যায়। চোরের দল সোমবার দিবাগত রাত অনুমান প্রায় আড়াইটায় সু-কৌশলে ঘরে প্রবেশ করে স্টিলের আলমিরার ড্রয়ার ভেঙে ৫লাখ ৭০হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল সরিয়ে ফেলে। এসময় অন্যরা পালিয়ে গেলেও মোশারফ ও হোসেনকে আটক করলে তাদের আত্মীয়স্বজন সকালেই দু’জনকে ছিনিয়ে নেয়। উল্লেখ্য মোশারফের বিরুদ্ধে পুলিশ ও সংখ্যালঘু বাদী হয়ে পূর্বে আরো দু’টি মামলা করেছে। এ দিকে রেজাউল হকের ছেলে নূর নবি জানান, প্রতিপক্ষ তাকে মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা করছে। এসডিআর মামলা নং-৪০৭, তারিখ: ২৭-০৩-২০১৮।
দোয়া মাহফিল অনুষ্ঠিত
তিতাস উপজেলার গাজীপুর খান বহুমুখী মডেল স্কুল এ্যান্ড কলেজের এইচ.এস.সি. পরীক্ষার্থীদের সফলতা কামনা ও বিদায় উপলক্ষে গতকাল বুধবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আব্দুল বাতেন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায়, স্কুল শাখার প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, অবসর প্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল লতিফ, কলেজের শিক্ষক প্রতিনিধি শওকত হোসেন, উপজেলা যুবলীগের দুই যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ লালন সিকদার, মুকবুল মাহমুদ প্রধান, প্রতিষ্ঠানের দাতা পরিবারের সদস্য আলী আজ্জম খান, মাহফুজুল ইসলাম সাইমুম, হালিমা বেগম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কামাল হোসেন। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মবিনুর রহমান।