চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ইয়াবা বড়িসহ ২ সহোদর গ্রেফতার
চট্টগ্রাম অফিস : র্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন একে খাঁন এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ সহোদরকে আটক করেছে। র্যাব-৭ সূত্রের খবর, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ২৮ মার্চ সকাল ১০টার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন একে খাঁন মোড়স্থ বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালাতে থাকে। এ সময় র্যাব-৭ এর দলটি উক্ত এলাকায় ২ জন ব্যক্তিকে ট্রাভেলিং ব্যাগসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে দাঁড়ানোর সংকেত দিলে তারা দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ মোবারক হোসেন (৩৭) এবং মোহাম্মদ সালমান (২৫), উভয় পিতা- মৃত হাজী মোহাম্মদ ইসাক, গ্রাম- বিজিবি ক্যাম্প (মোবারকের বাড়ি), ৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’দেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ- ২৫,০৯০ টাকা এবং মাদক বিক্রির চেক ৭০ হাজার টাকা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, তাৎক্ষণিক আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত ইয়াবা ট্যাবলেট কক্সবাজারের টেকনাফ থেকে ক্রয় করে ঢাকায় চালান দেয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ)/২৫ ধারা মোতাবেক চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।