মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে আহত ২
প্রকাশিত: বৃহস্পতিবার ০৮ মার্চ ২০১৮ | প্রিন্ট সংস্করণ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা: জীবননগরে ইটভাটার বেপোয়ারা মাটি ভর্তি ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগর মনোহরপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা অভিমুখ থেকে ছেড়ে আসা মা-বাবা ব্রিকসের ইট ভাটার একটি মাটি ভর্তি ট্রাক্টর বেপয়ারা গতিতে জীবননগর উপজেলার মনোহরপুর বয়ারগাড়ি নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে জীবননগর থেকে ছেড়ে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।