কাহালুর নাগর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি মেশিন ধ্বংস
কাহালু (বগুড়া) সংবাদদাতা: গত রবিবার সন্ধ্যায় বগুড়া কাহালু উপজেলার কালিতলা ভুগইলের উত্তর পার্শ্বে নাগর নদীতে মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বগুড়ার নির্বাহি ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখে বালু উত্তোলনকারী পালিয়ে গেলেও বালু উত্তোলনের দুটি মেশিন ভ্রাম্যমান আদালতের আদেশে ধ্বংস করা হয়। কাহালু উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জাহিদ হোসেন জানান এ ঘটনায় একটি মামলাও হয়েছে। কাহালু উপজেলা নির্বাহি অফিসার আরাফাত রহমান জানান জনস্বার্থ বিরোধী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।