ফরিদপুর ভেজাল ওষুধ ও খাদ্য পণ্যসহ ১ জন আটক
ফরিদপুর সংবাদদাতা: জেলার কোতোয়ালী থানাধীন গোয়ালচামট খোদাবক্স রোড হতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ ১জনকে আটক করেছে র্যাব-৮।
আটক অসিত কুমার বিশ্বাস(৪৫), মধুখালী থানার কামারখালীর মৃত অনীল চন্দ্র বিশ্বাস এর ছেলে।
র্যাব-৮ সুত্র জানায়, সোমবার দুপুরে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন গোয়ালচামট খোদাবক্স রোডের স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং খাদ্য পণ্য জব্দ করে।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ পারভেজ মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফরিদপুর সদর, ফরিদপুর এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক একলাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন। জব্দকৃত ওষুধ ও খাদ্য পণ্য সমূহ বুল ডোজার দিয়ে গুড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক, ড্রাগ সুপার এবং বিএসটিআই এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।