ঘন কুয়াশায় আমের মুকুল ঝরে যাচ্ছে

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: এক সপ্তাহ যাবৎ উপকূল জুড়ে ঘন কুয়াশার প্রভাবে আম্রমুকুল ঝরে যাচ্ছে। শীত নেই এরপরেও প্রতিকূল আবহাওয়ার কারনে সন্ধ্যার পর শুরু হয় ঘন কুয়াশা। গত কয়েক বছরে ভোলার চরফ্যাশনে অনেক আম চাষী পার্শবর্তী স্বরুপকাঠিসহ বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের আম গাছ লাগিয়ে বানিজ্যিক ভাবে আবাদ শুরু করেছে।
এ বছর উপকূলে জলবায়ুর বিরুপ পরিবর্তনে সময়মত আম গাছে পরাগায়ন (মুকুল) আসেনি। ফাল্গুনের প্রথম দিকে উপকূল এলাকায় আম গাছে মুকুল আসে। প্রথম দিকে গাছে চোখ জুড়োনো মুকুল দেখা দিলেও ঘন কুয়াশায় ছত্রাকের আক্রমনে মুকুল ঝরে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন। ছত্রাকের প্রভাবে অনেক গাছে আমের গুটি ঝরে পড়ছে।
এ ব্যাপারে গতকাল রোববার ভোলার চরফ্যাশন কৃষি অফিস সূত্র জানায় উপকূলে জলবায়ুর প্রভাবে সপ্তাহ যাবৎ ঘন কুয়াশায় আমের মুকুল ঝড়ে যাচ্ছে। আবার অনেক এলাকায় মুকুল ঝরে আমের গুটি ঝরে যাচ্ছে। এ যাবৎ যাদের গাছে মুকুল ও গুটি ঝরেনি তারা প্রতিলিটার পানিতে ৫ গ্রাম পটাশ সার অথবা ছত্রাকের আক্রমন রোধে কার্বারিল, সাইপারমেথ্রিন স্প্রে করলে উপকৃত হতে পারেন।