খালেদা জিয়ার মামলার নথি রোববার যাচ্ছে হাইকোর্টে
স্টাফ রিপোর্টার : জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার নথিপত্র আগামী রোববার হাইকোর্টে পাঠানো হবে। এমন তথ্য জানিয়েছেন নিম্ন আদালতের পেশকার মোকাররম হোসেন। তিনি বলেন, সমস্ত যাচাই বাছাই শেষ করে নথিপত্রের কাগজপত্রের নিয়ম মতো ধারাবাহিক সন্নিবেশ করার জন্যই এতটা সময় গেল। ইনশাল্লাহ রোববার আমরা মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠিয়ে দেব।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান রায় দেওয়ার ১০ দিন পর সত্যায়িত অনুলিপি পেয়ে হাইকোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপার্সন, সঙ্গে জামিনের আবেদনও জানান। এরপর ২২ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ খালেদা জিয়ার জরিমানা স্থগিত করে বলে, জজ আদালত থেকে এ মামলার নথি এলে তা দেখে আদেশ দেবেন তারা।
পূর্ণাঙ্গ রায়ের মতো বিচারিক আদালত থেকে নথি পাঠাতেও গড়িমসি চলছে বলে বিএনপি নেতাদের অভিযোগের মধ্যে বুধবার ওই আদালতের পেশকার মোকাররম হোসেন নথি পাঠানোর সম্ভাব্য সময় জানান।