আইসিইউ থেকে কেবিনে ড. জাফর ইকবাল
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সাহিত্যিক অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবালকে রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আইএসপিআর ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ড. জাফর ইকবালের অবস্থা এখন ভাল। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
উল্লেখ্য, ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে মুক্ত মঞ্চের এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর রহমান নামে এক দুর্বৃত্ত। ছুরি দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে হামলাকারী। পরে ওই হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে শাবিপ্রবি শিক্ষার্থীরা।
তারপর বিকেল সাড়ে ৫টার দিকে অধ্যাপক জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন করে ক্ষতের রক্তক্ষরণ বন্ধ করা হয়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকা এনে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।