আজ সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার: দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শান্তিপূর্ণভাবে বিএনপির এই কর্মসূচি পালন করা হবে। তিনি বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। উল্লেখ্য, একই দাবিতে গত প্রায় এক মাস ধরে বিএনপির পক্ষ থেকে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।