রস টেলরের ব্যাটে সিরিজে সমতা আনলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : রস টেলরের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৮১ রানে ভর করে ইংল্যান্ডকে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরেছে কিউইরা। সিরিজ বাঁচাতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না স্বাগতিকদের। তাই শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। দুই দিন কাভার দিয়ে পিচ ঢেকে থাকায় বাড়তি সুবিধার আশায় ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ইংল্যান্ডের ইনিংস হয়ে দাঁড়ায় হাই স্কোরিং। রানের বন্যা বইয়ে দেন দুই তারকা জনি বেয়ারস্টো ও জো রুট। সেঞ্চুরি হাঁকান দুজনই। বেয়ারস্টো ১০৬ বলে করেন ১৩৮। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছয়। অপর দিকে জো রুট বিদায় নেন ১০২ রানে। এই দুজনের ব্যাটে ভর করেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৫ রানের পুঁজি পায় ইংল্যান্ড। এছাড়া উল্লেখযোগ্য ইনিংস আর কেউ খেলতে পারেননি। তবে শেষ দিকে কুরান ১০ বলে ২২ রানের মিনি ঝড় তুলে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার ইশ সোধি।
জবাবে নিউজিল্যান্ড হোঁচট খেয়ে বসে শুরুতে। তিন ওভারে মাত্র ২ রানে হারিয়ে বসে ২ উইকেট! অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর মিলে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৮৬ রানে উইলিয়ামসনকে ৪৫ রানে ফেরালে শঙ্কা বাড়ে কিউই শিবিরে। কিন্তু ক্রিজে ছিলেন রস টেলর। ক্যারিয়ারের সেরা ইনিংসই উপহার দেন দলকে জয় পাইয়ে দিতে।চোয়ালবদ্ধ মানসিকতার উদাহরণ দিয়েছেন ১৮১ রানের ইনিংস খেলে। তার ১৪৭ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৬টি ছয়। এছাড়া ৭১ রানে ভূমিকা রাখেন টম ল্যাথাম। ৫ উইকেট হারিয়ে কিউইদের জয়টা আসে ৪৯.৩ ওভারে। ছয় মেরে জয় নিশ্চিত করেন নিকোলস। ম্যাচসেরা হয়েছেন রস টেলর।