অস্কারে সেরা পরিচালক গিয়েরমো দেল তোরো

সংগ্রাম অনলাইন ডেস্ক: এবার একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন গিয়েরমো দেল তোরো। ‘দ্য শেপ অব ওয়াটার’ চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
তাঁর হাতে অস্কার তুলে দেন মারগট রবি। পুরস্কার হাতে নিয়ে গিয়েরমো দেল তোরো বলেন, ‘সালমা হায়েকের মতো আমিও এখানে অভিবাসী। অনেক সংগ্রাম আর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেছি।’ এবারই প্রথম অস্কার জিতেছেন তিনি। এই পুরস্কারের জন্য তিনি ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সব শিল্পী ও কলাকুশলীকে ধন্যবাদ জানান।
এ বছর মনোনয়ন প্রাপ্ত অন্যান্য পরিচালকদের মধ্যে ছিলেন- ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পিল (গেট আউট), গ্রেটা গারউইগ (লেডি বার্ড), পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড)।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় ৪মার্চ বিকাল পাঁচটায় (বাংলাদেশ সময় ৫ মার্চ ভোর ৭টা) শুরু হয় অস্কারের ৯০তম আসর।