খাগড়াছড়িতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় গাছ কাটতে গিয়ে গাছের আঘাতে এক শ্রমিক’র মৃত্যু হয়েছে। সোমবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটলীতে এ ঘটনা ঘটে। নিহত মো: ফরিদ মিয়া মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের জুম্মাপাড়ার মৃত: হাকিম আলীর ছেলে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাছ কাটতে যায় মো: ফরিদ মিয়া। গাছ কাটার পর তা মাটিতে পড়ার সময় মো: ফরিদ মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এসময় শ্রমিকরা তাকে গুরুতর আহতাবস্থায় তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন গাছের আঘাতে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।