খুলনায় ওয়াসা’র পাইপলাইনের কাজে চাঁদাবাজি
খুলনা অফিস: দাবিকৃত চাঁদা না পেয়ে খুলনায় ওয়াসা’র পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইনের কাজ বন্ধের হুমকি এবং সুপারভাইজারকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সপ্রো’র সরবরাহকারী এম ইসরাফিল জনি বাদি হয়ে রোববার দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দৌলতপুরস্থ দেয়ানা মোল্লাপাড়ার ফারুক হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (২৫) এবং দক্ষিণপাড়ার শেখ আবু আসলামের ছেলে মো. রাসেলের (২৭) নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আসামিরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে সূত্র জানিয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, দৌলতপুরস্থ দেয়ানা ওয়েস্ট সাইডে ওয়াসা’র পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইনের কাজ অব্যাহত রয়েছে। কিন্তু রোববার বিকেলে মিরাজ হাওলাদার ও মো. রাসেলসহ ৬-৭ জন এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। না দেয়ায় সুপারভাইজার মো. রানাকে (৪৫) মারধর করা হয়। এ সময় কাজও বন্ধ করে দেয়ার হুমকি দেয় তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী মন্ডল বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। রাজনৈতিক পরিচয় যাইহোক তাদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।