ধামইরহাটে স্বামী কর্তৃক স্ত্রী নিহত
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা : ধামইরহাটে এক বিবাহ পাগল স্বামী কর্তৃক স্ত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর গ্রামে গত ১৩ ফেব্রুয়ারি রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমায়ে ছিল। রাত অনুমানিক ১২টার দিকে গৃহবধূ পারভীন বেগম (৩৫) চিৎকার করলে পাশের কক্ষ থেকে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস এসে মায়ের চিৎকার শুনে কক্ষে গিয়ে দেখে যে, তার মাকে ছুরিকাঘাত করা হয়েছে। মেয়ের উপস্থিতিতেই তাৎক্ষণিক গৃহবধূ পারভীন মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার আর্তনাতে প্রতিবেশীরা ছুটে আসলেও তার স্বামী আব্দুর রহমানকে পাওয়া যায়নি। রাতেই পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধূ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলোকপুর (কানছপাড়া) গ্রামের আইয়ুব হোসেনের কন্যা।
দৌলতপুর গ্রামের কোবাদ মুন্সির ছেলে আব্দুর রহমান প্রায়শঃ স্ত্রীকে নির্যাতন করত এবং স্ত্রীকে তালাক দেয়ার হুমকি দিত। সে অন্যত্র একবার বিয়ে করেছিলেন এবং আবারও সে পরকীয়ায় জড়িত হয়ে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন চালাত। মেয়ে জান্নাতুল ফেরদৌস জানায়, ‘আমার মাকে আমার বাবা খুন করে পালিয়েছে এবং একাধিকবার বাবা আমার মাকে জবাই করার হুমকি দিতেন।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।