জাপা’র মেয়র প্রার্থী মুশফিকের বিরুদ্ধে এবার পার্টির নেতাকেই জীবননাশের হুমকির অভিযোগ
খুলনা অফিস : খুলনা সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর পর এবার তারই পার্টির অপর নেতাকে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন মহানগর জাপা’র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ খায়রুল ইসলাম। লিখিত বক্তব্যে যুগ্ম-আহ্বায়ক মোল্লা শওকত হোসেন বাবুল বলেন, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জাপা’র নগর সদস্য সচিব এস এম মুশফিকুর রহমান পার্টির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ খায়রুল ইসলামকে ফোন করে ধমকাতে থাকেন। এক পর্যায়ে খায়রুল ইসলামকে মুশফিকের কাছে পাওনা টাকা চাইলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। লোক পাঠিয়ে তুলে নেয়া ও জীবননাশেরও হুমকি দেয় মুশফিক। এ ঘটনায় সোনাডাঙ্গা থানা ওইদিন রাতেই জিডি করেন সৈয়দ খায়রুল ইসলাম (নং-৭৬৩, ১০/০২/২০১৮)। এস এম মুশফিকুর রহমানের নারী কেলেঙ্কারী প্রকাশিত হওয়ায় দলটির ইমেজ সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে নগর জাপা’র নেতা-কর্মীদের নিরাপত্তা দাবির সাথে সাথে চরিত্রহীনদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন উপস্থিত নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন শরীফ মো. শাহাজাহান, সেলিম শিকদার, শেখ তোবারক হোসেন, শহিদুল ইসলাম, এডভোকেট মাসুদুর রহমান, তানভীর হোসেন, দেলোয়ার হোসেন লাবু, জাকির হোসেন, মো. শাহবুদ্দিন, মো. হারুন ও প্রিন্স হোসেন কালু প্রমুখ।
উল্লেখ্য, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত কেসিসি’র মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমানের বিরুদ্ধে বরিশালের আদালতে স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা করেন জনৈক ব্যক্তি। এদিকে গত ৫ ডিসেম্বর মুশফিকুর রহমানের প্রথম স্ত্রী শারমিন আক্তার বর্ণা তালাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শরফরাজ ইসলাম আজান নামের তার এক ছেলে সন্তান ওই স্ত্রীর কাছে রয়েছে বলেও জানা গেছে।