রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

গাজীপুরে পোশাক শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন ও ভাঙচুর

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজবে সড়ক অবরোধ, ভাঙচুর ও বিক্ষোভ করেছে এক পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা বাসে অগ্নিসংযোগ করে।
শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুস সালাম মোল্লা ও কারখানার এজিএম (অ্যাডমিন) মো. রেজাউল করিমসহ স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী এলাকার ফ্লামিঙ্গো ফ্যাশন লিমিটেড কারখানার জুনিয়র প্যাকিংম্যান সুমি আক্তার (২৪) বুধবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে কারখানায় যাচ্ছিল। পথে শিববাড়ি-শিমুলতলী সড়কে অপর একটি অটোরিকশার ধাক্কায় সুমিকে তার অটোরিকশা থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় একটি বাস তার পায়ের ওপর দিয়ে চলে গেলে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। এদিকে সুমি নিহত হয়েছে- এমন গুজব কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে দুপুরে খাবারের বিরতির সময় উত্তেজিত শ্রমিকরা ওই সড়কে ব্যারিকেড দিয়ে তিনটি বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বহিরাগতরাও যোগ দেয়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা একটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সর্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়। আগুনে বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় আধা ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ