ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
পাবনা সংবাদদাতা: ঈশ্বরদীতে ২শ’ পিস ইয়াবাসহ মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মালিথাকে তার সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর নতুন হাট গোলচত্বর এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করে ঈশ্বরদী থানার পুলিশ। মাদক ব্যবসায়ী এই নেতার সঙ্গে থাকা দুলাল শেখ নামের আরেক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ। আবু বক্কার মালিথা মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের মৃত নবির উদ্দিন মালিথার ছেলে এবং তার সহযোগি মাদক ব্যবসায়ী দুলাল শেখ নাটোরের বড়াইগ্রামের আব্দুল কাদের শেখের ছেলে।