রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

আদমদীঘির ক্ষুদ্র মাছ ব্যবসায়ী নিখোজ

আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির দমদমা গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার (৬৫) নামের এক বৃদ্ধ গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করে কোন সন্ধান না পাওয়ায় অবশেষে গত সোমবার থানায় একটি জিডি করেন।
জানা যায়, আদমদীঘির দমদমা গ্রামের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার পাতিলের ভারে মাছের পোনা বিভিন্ন গ্রাম গঞ্জে বিক্রি করে থাকে। প্রতিদিনের মতো গত বুধবার বিকেলে সে তার বাড়ি থেকে সান্তাহারের উদ্দ্যেশে বের হয়ে আর বাড়ি ফিরেনি। তার পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে কোন সন্ধান না পেয়ে উপজেলাসহ বিভিন্ন স্থানে মাইকিং করেন।
আব্দুস সাত্তারের বড় ছেলে আতাউর রহমান বলেন, কিছুদিন যাবত তার বাবা মানসিক রোগে ভুগছিলেন তবে সে স্বাভাবিক চলাফেরা করতে পারেন।
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার : বগুড়ার আদমদীঘিতে চুরি মামলার ৬ বছর ২ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলাম (২৭) কে গত সোমবার রাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।
এসআই ইকবাল হোসেন জানায়, আদমদীঘির বাগিচা পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১০ সালে একটি চুরি মামলা দায়ের হয়। উক্ত মামলায় আদালতের বিচারে ৬ বছর সাজা ও ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস সাজা রায় প্রদান হয়। এরপর থেকে রফিকুল ইসলাম পলাতক থাকে গত সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বশিকোড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ : বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত মঙ্গলবার পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মামুনুর রশিদ সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, ওয়াহেদ আলী প্রমুখসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক।
ইয়াবাসহ গ্রেফতার -১ : বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নহিদ আলম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এব্যাপারে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুসা মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, নওগাঁর আনন্দ বাজার এলাকার কমর উদ্দীনের ছেলে মাদকব্যবসায়ী নহিদ আলম গত সোমবার রাতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ ফাঁড়ি সান্তাহার পূর্বাশা সিনেমা হলের সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ