মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পল্লি বিদ্যুৎ অফিসের ইন্সেফেক্টর রুহুল আমিন বিভিন্ন দালালদের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের পরিকল্পিত শতভাগ বিদ্যুৎতের আওতায় আনয়নের ঘোষণা অনুযায়ী উপজেলা ব্যাপী বিদ্যুৎতের কাজ চলছে। সরকারি এ উন্নয়ন প্রকল্পকে পুঁজি করে উপজেলার পল্লি বিদ্যুৎ অফিসের সাব ইন্সেফেক্টর রুহুল আমিন উপজেলার রামপুর মুছাপুরের ২শত ৮১ লটের তাম্বু স্কুলের আশাপাশ এলাকার বিভিন্ন গ্রাহক থেকে দালাল মফিজ ও তৌহিদের মাধ্যমে মিটার প্রতি ৫/৬/৭ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক জানান, দালালদের টাকা না দিলে তারা বিদ্যুৎ না দেয়ার বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।
এই ব্যাপারে ইন্সেফেক্টর রুহুল আমিনের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তারা যে অভিযোগ করেছে তা আদো সত্য নয় আমি কোন গ্রাহক থেকে টাকা পয়সা নিয়েছি বলে কেউ প্রমাণ দিতে পারবে না।