ইয়েমেনে আবারো সৌদি বিমান হামলা ॥ নিহত ৩
১২ ডিসেম্বর, আল মাসিরা টেলিভিশন : ইয়েমেনের রাজধানী সানায় আবারো বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সানার উত্তর অংশে আল রাওজাহ শহরের আবাসিক এলাকায় সৌদি বাহিনী এসব হামলা চালিয়েছে বলে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
এছাড়া, রাজধানী সানায় অবস্থিত একটি ক্যাডেট কলেজের আশপাশের আবাসিক এলাকায় সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের রাযাহ শহরের আবাসিক এলাকায় সৌদি জঙ্গিবিমান অন্তত দুইবার বোমা বর্ষণ করেছে। ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় অন্তত ১৪ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েক ঘন্টার পর এসব হামলা চালানো হলো।