শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

কাশ্মীরে তুষারপাতে নিখোঁজ ৫ ভারতীয় সেনা

১২ ডিসেম্বর, পার্সটুডে : অধিকৃত জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতের কবলে পড়ে পাঁচ ভারতীয় সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গত সোমবার রাতে নওগাম ও কুপওয়ারায় ভারি তুষারপাতের সময় নিখোঁজ হয়েছেন পাঁচ সেনা জওয়ান। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান।

জানা গেছে, মঙ্গলবার জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোল বরাবর এক সেনা ঘাঁটির কাছে তুষার ধস নেমেছে। গত জানুয়ারি মাসে উপত্যকার গুরেজ এলাকায় তুষারপাত ও প্রাকৃতিক বিপর্যয়ে ১০ সেনা জওয়ানের মৃত্যু হয়। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। ফলে চিন্তিত হয়ে পড়েছে ভারতীয় সেনা।

অনলাইন আপডেট

আর্কাইভ