দুর্ভিক্ষে পড়বে ৮৪ লাখ ইয়েমেনি

১২ ডিসেম্বর, রয়টার্স : ইয়েমেনের ৮৪ লাখ লোক দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের কর্মকর্তা জেমি ম্যাকগোল্ড্রিক বার্তা সংস্থাকে জানান, যুদ্ধরত সকল পক্ষগুলোকে ইয়েমেনের মানুষের কাছে ত্রান পৌঁছানোর সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছে ইয়েমেনের ৮৪ লক্ষ মানুষ।
ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান সমর্থিত হাউথির সাথে যুদ্ধরত সৌদি জোট গত মাসে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পরেই দেশের সব বন্দরগুলি বন্ধ করে দেয়।
অবরোধ তুলে নেওয়ার কথা বলা হলেও বন্দরের পরিস্থিতি এখনো ভয়াবহ রয়েছে বলে জানান ম্যাকগল্ড্রিক। চলমান বন্দর অবরোধের কারণে ইয়েমেনে তেল, ঔষধ ও খাদ্যের সরবরাহ কমে যাচ্ছে। এর ফলে দুর্ভিক্ষ আক্রান্ত মানুষের সংখ্যা নাটকীয় ভাবে বেড়েই চলেছে বলে জানিয়েছে ম্যাকগোল্ড্রিক।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধরতদের বন্দর অবরোধের কারণে যে খাদ্য সংকট দেখা দিয়েছে তার ফলে বিশ্বের সবেচেয়ে বড় মানবিক দূর্ভগের সৃষ্টি হয়েছে।
ইরান সমর্থিত হাউথির সাথে সৌদি জোট চলমান যুদ্ধের ফলে মারা গেছে প্রায় ১০ হাজার লোক । বাস্তচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ এবং কলেরায় আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ ইয়েমেনি।