বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

আজ হেফাজতে ইসলামের মার্কিন দূতাবাস ঘেরাও

স্টাফ রিপোর্টার : আজ বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম। সকাল ১১ টায়, জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের উত্তর গেটে গণজমায়েত শেষে আমেরিকান দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে এক কর্মসূচি সফল করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জীবন দিয়ে হলেও ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়ন করতে দেয়া যাবে না। মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে ঝাপিয়ে পড়লে ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি অবিলম্বে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী করার বিতর্কিত ঘোষণা প্রত্যাহার করার দাবি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ