শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

জাতীয় মহিলা রাগবিতে নড়াইল চ্যাম্পিয়ন

 

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা। গতকাল মঙ্গলবার পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে কিশোরগঞ্জ জেলাকে ৫-০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নড়াইল জেলা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নড়াইলের নিশা। আর সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন কিশোরগঞ্জের আঁচল। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেয়া হয়। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সকল খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। সেরা খেলোয়াড় ও উদীয়মান খেলোয়াড় পান বিশেষ পুরস্কার। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রীয় পুরস্করপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ।

অনলাইন আপডেট

আর্কাইভ