এশিয়া কাপ আয়োজনে ভারতের অস্বীকৃতি
ভারত ২০১৮ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে। গত সোমবার দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
পাকিস্তানকে আতিথেয়তা দিতে চায়নি বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিজেদের সিদ্ধান্ত বিসিসিআই ইতোমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে। এর আগে বিসিসিআই ভারতীয় দলের আগামী চার বছরের সূচি ঘোষণা করে, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে কোন সিরিজ নেই। তবে সরকারের কাছ থেকে অনুমোদন পেলে বিসিসিআই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে। পাকিস্তানকে আতিথেয়তা দিতে রাজি না হওয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজনের সুযোগও হারায় ভারত। সর্বশেষ ২০১২ সালে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল ভারত। তার পর থেকে ইন্দো-পাক সিরিজ আয়োজনের অনুমতি দেয়া থেকে বিরত আছে ভারত। বাসস।