রিয়ালকে হারাতে চায় পিএসজি
স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ পেলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রকে ভালো বলছেন পিএসজি কোচ উনাই এমরি। জানিয়েছেন, ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় দারুণ কিছু করতে হলে বড় দলগুলোকে হারাতেই হবে। সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে শেষ ষোলোর ড্র হয়। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের পর ফরাসি ক্লাবটির মাঠে হবে ফিরতি পর্ব। লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়। এ পর্বে দলের করা মোট ১৭ গোলের ৯টি করেন সবকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়া ক্রিস্টিয়ানো রোনালদো।