শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

নিজের ভাস্কর্য উন্মোচন করলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো ভারতের কলকাতায় পা রাখলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিভিন্ন কারণে সফরটি এর আগে দু’বার পিছিয়ে যায়। তবে অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর আগমন হয়। জানা যায়, কলকাতায় তিনটি ভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ইতোমধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ম্যারাডোনা নিজের ভাস্কর্য উন্মোচন করেছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে বিভিন্ন কাজের শেষে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজের মূর্তির আবরণ উন্মোচন এবং ক্যানসার আক্রান্তদের জন্য অ্যাম্বুলেন্সের চাবি উদ্যোক্তাদের হাতে তুলে দেন তিনি। দোভাষীর মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী বলেন, ‘এই শহরে দ্বিতীয়বার আসতে পেরে আমি আপ্লুত। অনুরাগীদের অভিনন্দন। উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক শুভকামনা।

অনলাইন আপডেট

আর্কাইভ