শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

নেপাল যাচ্ছে আজ হুইলচেয়ার ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টর : ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে নেপাল যাচ্ছে আজ বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। আজ বেলা ১২টায় মোহাম্মদ মহসিনের নেতৃত্বে রওনা দেবে ১৪ সদস্যের দলটি। টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় দল ভারত। এই প্রথম কোনও ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে হুইলচেয়ার দল। কাঠমান্ডুতে আগামী বৃহস্পতিবার শুরু হবে এই টুর্নামেন্ট, ফাইনাল ১৬ ডিসেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাজীপুরে চার দিনের ক্যাম্প করেছে দল। প্রস্তুতি নিয়ে অধিনায়ক মহসিন উচ্ছ্বসিত, ‘আমাদের প্রস্ততি ভালো হয়েছে, দলে দুজন নতুন খেলোয়াড় এসেছে। আমাদের দলটি ব্যালান্সড। আমরা ভারতে গিয়ে ওদেরকে হারিয়েছি। আশা করি, নেপালে আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।’ হুইলচেয়ার ক্রিকেট দলের সাফল্য কম নয়। গত এপ্রিলে ভারতের মাটিতে তাজমহল ট্রফি জয়ের পর আগস্টে দেশের মাটিতে একই প্রতিপক্ষকে হারিয়েছিল মহসিনের দল।

অনলাইন আপডেট

আর্কাইভ