শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়

স্পোর্টস রিপোর্টার: প্রথম সাফ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপে চার দেশের লড়াই আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে।কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্টিত হবে। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ভারত, নেপাল ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। চার দল হওয়ায় লিগ ভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।ফুটবলে বাংলাদেশের নারীদের পদচারনা খুব বেশী দিনের নয়।  এরই মাঝে বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় বাংলাদেশের মেয়েরা দেখিয়েছে দুর্দান্ত নৈপূণ্য। এর মধ্যে এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে দুইবারের চ্যাম্পিয়ন লাল-সবুজ জার্সিধারীরা।ঘরের মাঠে সেই মেয়েদের সামনে এবার দক্ষিন এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই। এই লড়াইয়ে সব ম্যাচেই সুন্দর এবং উপভোগ্য ফুটবল উপহার দিয়ে ট্রফি জিততে চায় ছোটনের শিষ্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে দল ঘোষনার পর দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মারিয়া সে প্রত্যাশার কথাই শুনিয়েছেন।কোচ গোলাম রব্বানী ছোটন প্রস্তুতি সম্পর্কে বললেন,‘আমরা খেলতে নামার আগে দুটি লক্ষ্য নির্ধারণ করেছি। এক. দর্শকদের ভালো খেলা উপহার দিতে চাই এবং দুই. সব ম্যাচ জিততে চাই।’দলের অধিনায়ক মারিয়া বললেন,‘আমরা অনেক দিন ধরে খেলছি। ৩ মাস ধরে অনুশীলন করছি। দেশের বাইরে আমরা ভালো খেলেছি। ঘরে খেলবো, কোন চাপ নেই। আমাদের লক্ষ্য ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হওয়া। ভুটানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলে পরের ম্যাচগুলো আরো সহজ হয়ে যাবে। ’

বাংলাদেশ বালিকা ফুটবল দলের সদস্যরা হলেন: মাহমুদা আক্তার, রূপন চাকমা, সাগরিকা, আঁখি খাতুন, নাজমা, অনাই মগিনি, নিলুফার ইয়াসমিন নীলা, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, তহুরা খাতুন, লাবনী আক্তার, সামসুন্নাহার, মুন্নী আক্তার, সোহাগী কিসকু, আনুচিং মগিনি, সামসুন্নাহার, মারজিয়া, সাজেদা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুলতানা পারভীন।প্রধান কোচ : গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ : মাহাবুবুর রহমান লিটু, ম্যানেজার : নাসরিন আক্তার বেবি, ফিটনেস কোচ : মাহমুদা আক্তার অনন্যা।

ফিকশ্চার:

১৭ ডিসেম্বর : ভারত-ভুটান 

(বেলা ১১.৩০ মি.)

: বাংলাদেশ-নেপাল (বিকাল ৪.৩০ মি.)

১৯ ডিসেম্বর : বাংলাদেশ-ভুটান

(বেলা ১১.৩০ মি.)

: নেপাল-ভারত (বিকাল ৪.৩০ মি.)

২১ ডিসেম্বর : বাংলাদেশ-ভারত 

বেলা ১১.৩০ মি.)

: নেপাল-ভুটান (বিকাল ৪.৩০ মি.)

২৪ ডিসেম্বর : ফাইনাল (বিকাল ৪ টা)

অনলাইন আপডেট

আর্কাইভ