ডুমুরিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় চিন্ময় মহলদারের যাবজ্জীবন
খুলনা অফিস : খুলনার ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামের এক মানষিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার এক আসামীকে যাবজীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামের জ্ঞানেন্দ্রনাথ মহালদারের ছেলে চিন্ময় মহলদার (২৮)। রায় ঘোষণাকালে আসামী চিন্ময় মহলদার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. জাহিদুল ইসলাম নথির বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ১৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে প্রতিদিনের ন্যায় ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামের তরকারি বিক্রেতা বিধান বালা তার ভ্যান নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়। তার স্ত্রী তাকে ওয়াপদা রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে সঙ্গে আসে। এ সময় তার মেয়ে শম্পা বালা (২৫) ঘরে ঘুমিয়ে ছিল। এ সুযোগে চিন্ময় ঘরে ডুকে মানষিক প্রতিবন্ধী শম্পা বালাকে ধর্ষণ করে। ওয়াপদা রাস্তা থেকে শম্পার মা বাড়ি ফিরে আসলে চিন্ময় পালিয়ে যায়। এ ঘটনায় শম্পা বালার পিতা বিধান বালা বাদি হয়ে ডুমুরিয়া থানায় চিন্ময় মহলদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং-১৮। ওই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুল ইসলাম আদালতে চিন্ময় মহলদারের বিরুদ্ধে চাজর্শিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট এনামুল হক। আসামী পক্ষে ছিলেন এডভোকেট এমএম মুজিবর রহমান।