সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্রমিশন গড়ে তুলুন--ডা. ইরান

সন্ত্রাস ও নৈরাজ্য ও চরদখলের ন্যায় হল দখল বন্ধে ছাত্রমিশনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান (ইরান) বলেছেন, ছাত্রলীগ শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসের জনপদে পরিণত করেছে। দেশের অধিকাংশ ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য, ভর্তি বাণিজ্য ও টেন্ডারবাজির কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে সরকার।
তিনি বলেন, দেশ আজ ভয়াবহ সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। ভোটারবিহীন অনির্বাচিত অবৈধ সংসদের বিরুদ্ধে ছাত্রসমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিগত সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু ১৫৪ অনির্বাচিত সাংসদের পার্লামেন্টে ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে কাক্সিক্ষত প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠেনি। তাই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
তিনি গতকাল শুক্রবার লেবার পার্টির কার্যালয়ে ঢাকা দক্ষিণ ছাত্রমিশন আয়োজিত ৩০ ডিসেম্বর ১ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নগর আহ্বায়ক রাসেল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, বিশেষ অতিথি ছিলেন ছাত্রমিশন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সালমান খান বাদশা, সদস্য সচিব সৈয়দ মোঃ মিলন, অর্থ সচিব কমরেড মেহেদী হাসান। বক্তব্য রাছেন ছাত্র মিশন ঢাকা দক্ষিণ সদস্য সচিব তানভির হাসান, নগরনেতা সাইফুল ইসলাম শাকিল, সজিব হোসেন সানি, রাইসুল ইসলাম শাওন, রবিউল আলম, মানিক হোসেন, সাব্বির খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি