পাকিস্তান সুপার লিগের ফাইনাল করাচিতে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের ফাইনাল করাচিতে অনুষ্ঠিত হবে। ফাইনালসহ তিনটি ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পিএসএলের ফাইনাল পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে বলে আগ থেকেই বলাবলি হচ্ছিল। বৃহস্পতিবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। গত নয় বছরে সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে করাচি।
গত মৌসুমের চেয়ে এবার ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গতবার ছিল সর্বমোট ২৪টি ম্যাচ। এবার দলের সংখ্যা পাঁচ থেকে ছয়ে উন্নীত হওয়ায় ম্যাচের সংখ্যা বেড়ে ৩৪-এ উন্নীত হয়েছে। নতুন দল হিসেবে পিএসএলের এবারের আসরে খেলবে মুলতান সুলতান। পিএসএলের তৃতীয় আসর শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল মার্চে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি মুলতান সুলতানের মুখোমুখি হবে।
পিএসএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো আরব আমিরাতের শারজাহ এবং দুবাই শহরে অনুষ্ঠিত হবে।