ঢাকায় ওসিএ প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেমবাং শহরে ১৮তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং ১৮তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির যৌথ উদ্যোগে সদস্য দেশগুলোতে গেমসের প্রাক্কালে ফান রান প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফান রান প্রোগ্রাম আয়োজন করা হবে। উক্ত ফান রান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অলিম্পিক কাউন্সিল অব এশিয়া হতে ২ জন প্রতিনিধি (মি: জিনস ঝো জিয়ান ও মিস এলেনা রিষ্টোভা চাকারোভা) গতকাল বিকাল ৪:৩৫ টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট নং ছজ৬৩৪ যোগে ঢাকায় আসেন। ফান রান উপলক্ষে আগামী ৯-১১ ডিসেম্বও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।