জাপানে হতাশার শুরু শ্যুটারদের
স্পোর্টস ডেস্ক : এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ভাল করতে পারলেনা স্কটল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। শুক্রবার জাপানের সাইতামায় শুরু হওয়া এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকিসহ লাল-সবুজ জার্সিধারী কোনো শ্যুটারই ভালো পারফরম্যান্স করতে পারেননি। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের তিন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বি হাসান মুন্নাদের কেউই পারেননি ফাইনালে উঠতে। বাকিকে ঘিরেই বেশি ছিল প্রত্যাশার আলো। অথচ দেশের অভিজ্ঞ এ শ্যুটার ২৮ জনের মধ্যে ১২ তম হয়ে থেকে বিদায় নিয়েছেন। অন্য দিকে রিসালাতুল ইসলাম হয়েছেন ১৬ তম এবং রাব্বি হাসান মুন্না ১৮ তম। বাকি বাছাই পর্বে ৬২০.৯ পয়েন্ট স্কোর করেছেন। তার চেয়ে ৩.৩ পয়েন্ট বেশি স্কোর করে ফাইনালে উঠেছেন উজবেকিস্তানের ভাদিম স্কোরোরারভ। তিনি স্কোর করেছেন ৬২৪.২। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন রিসাতুল ইসলাম স্কোর করেছেন ৬১৫.০। মুন্নার স্কোর ৬১৩.৩। একই ইভেন্টের দলগত বিভাগে বাংলাদেশ চতুর্থ হয়েছে মোট ১৮৪৯.৭ পয়েন্ট স্কোর করে। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়রে বাংলাদেশের রবিউল ইসলাম ৬১৮.৩ পয়েন্ট স্কোর করে ১৯ জনের মধ্যে ১২ তম হয়েছেন।